নাটোর পুলিশ লাইন্স থেকে মোটরসাইকেল চুরির অপরাধে ২ পুলিশ কনস্টেবলসহ চোর চক্রের ৫ জনকে কারাদণ্ড দিয়েছে আদালত। ২০১৭ সালে নায়েক রায়হান মুজিবের ওই মোটরসাইকেলটি চুরি হয়।
রোববার, ১৬ ফেব্রুয়ারি বিকালে নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তানজিম আলম এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্তরা হলেন, পুলিশ কনস্টেবল শোভন আহমেদ ডন ও রকি আহমেদ। অন্যরা হলেন, মোস্তাক আহমেদ, শরিফুল ইসলাম ও শামিম আহমেদ। পুলিশ কনস্টেবল শোভন আহমেদ ডনকে ৩ বছর ও রকি আহমেদসহ অন্যদের ২ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৭ সেপ্টেম্বর নাটোর পুলিশ লাইন্স থেকে নায়েক রায়হান মুজিবের একটি এ্যাপাচি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় একই বছরের ৮ অক্টোবর নাটোর থানায় রায়হান মুজিব একটি মামলা দায়ের করেন। গোয়েন্দা পুলিশ মামলাটির তদন্ত করে পুলিশ কনস্টেবল শোভন আহমেদ ডন ও রকি আহমেদ সহ ৬ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করে।
সাক্ষ্য প্রমাণ শেষে বিচারক আজ দুপুরে এই রায় দেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় নুরুজ্জামান নামের অপর এক আসামিকে বেকসুর খালাস দেয়া হয়।
জেএম/রাতদিন