রংপুরে দূর্নীতি-মাদক-সন্ত্রাস বিরোধী ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

দূর্নীতি, মাদক ও সন্ত্রাস বিরোধী ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে রংপুরের প্রজন্ম সমাজকল্যান ও ক্রীড়া পরিষদ। মহান বিজয় দিবস উপলক্ষ্যে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়।

শুক্রবার, ২২ নভেম্বর বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে এই উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়।

টুর্নামেন্ট উদ্বোধন করেন রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মাহমুদুর রহমান টিটু।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রজন্ম সমাজকল্যান ও ক্রীড়া পরিষদের সাধারণ সম্পাদক রেজাউল করিম।

বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি খোরশেদ আলম মিঠু, সহ-সাধারণ সম্পাদক মোজাহারুল ইসলাম মারুফ।

প্রধান অতিথির বক্তব্যে প্যানেল মেয়র মাহমুদুর রহমান টিটু বলেন, বর্তমানে মাদকে আসক্ত হয়ে পড়েছে যুব সমাজ। তাদেরকে খেলার মাঠে ফেরাতে সরকারী-বেসরকারী উদ্যোগে এ ধরনের টুর্নামেন্ট আয়োজনে এগিয়ে আসতে হবে।

টুর্নামেন্টে নগরীর ৮টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় অংশ নেয় ডেঞ্জার বয় একাদশ ও ভাই ভাই একাদশ। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।

জেএম/রাতদিন