রংপুরে রিপোটার্স ক্লাবের দোয়া মাহফিল

সাংবাদিক সরকার মাজহারুল মান্নানের ছোট ভাই প্রয়াত সরকার মাকসুদুল মান্নান রাফি ও সাংবাদিক মমিনুল ইসলাম রিপনের বাবা প্রয়াত বাবলু মিয়ার বিদেহী আত্নার শান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার, ২১ ফেব্রুয়ারি বাদ আসর রংপুর রিপোটার্স ক্লাবে অনুষ্ঠিত দোয়া মাহফিলে ভাষা আন্দোলনে শহীদ এবং ঢাকার চকবাজারের অগ্নিকান্ডে নিহতদের আত্নার শান্তিও কামনা করা হয়।

দোয়া মাহফিলে অংশ নেন ক্লাবের সভাপতি আব্দুল হালিম আনছারী, সাধারণ সম্পাদক শাহ্ বায়েজীদ আহম্মেদ ও সিনিয়র সহসভাপতি অধ্যাপক মোজাফ্ফর হোসেন।

ছিলেন সাবেক কোষাধ্যক্ষ মমিনুল ইসলাম রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, কোষাধ্যক্ষ ফরহাদুজ্জামান ফারুক, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আফজাল ও সাহিত্য-সাংস্কৃতিক সম্পাদক হারুন-উর-রশিদ সোহেল।

মুলাটোল মদিনাতুল উলুম কামিল (এমএ) মাদ্রাসার মাওলানা মোহাদ্দিস আবুল হাসানের পরিচালনায় দোয়ায় আরো অংশ নেন ক্লাবের কার্যকরি সদস্য আমিরুল ইসলাম ও এস এম ইকবাল সুমন।

এসময় সেখানে ছিলেন সাংবাদিক মিজানুর রহমান লুলু, শাহ্ রায়হান বারী, আব্দুর রহমান রাসেল, শাকিল মাহমুদ, একাত্তর টেলিভিশনের চিত্র সাংবাদিক নববী রাফি, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন রংপুরের দপ্তর সম্পাদক মেজবাহুল হিমেল প্রমুখ।

এবি/রাতদিন