‘রংপুর বিভাগে নাশকতার পরিকল্পনা ছিল জঙ্গীদের’

0

র‌্যাবের অভিযানে ৩ জেএমবি সদস্য গ্রেফতার

তিন জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে রংপুর র‌্যাব-১৩ এর একটি দল। মঙ্গলবার (২৫ ডিসেম্বর) র‌্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় গ্রেফতারকৃতরা জেএমবি’র সক্রিয় সদস্য।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার তাদের গ্রেফতার করা হয়েছে। তারা হলেন পাটগ্রামের সাহেবডাঙ্গা গ্রামের আলাউদ্দিন মুন্সির ছেলে শাহ আলম (৩০),  টেপুরগাড়ীর নূর ইসলামের ছেলে সোহেল রানা(২৮) এবং রংপুরের গঙ্গাচড়ার চেংমারী গ্রামের আসাদুল ইসলামের ছেলে মনিছুর রহমান (২৬)। এসময় তাদের নিকট থেকে হতে বিপুল পরিমান উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়। 
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা র‌্যাবকে জানিয়েছে, তারা প্রায় পাঁচ বছর থেকে গোপনে জেএমবি’র সাংগঠনিক কার্যক্রম চালানোসহ নাশকতার পরিকল্পনা করছিল। জঙ্গী সংগঠনে তরুণদের উদ্বুদ্ধকরণ, নতুন সদস্য সংগ্রহ, সংগঠনের জন্য চাঁদা সংগ্রহ এবং সংগৃহিত অর্থ দিয়ে অস্ত্রশস্ত্র সংগ্রহ কর্মকান্ডে তারা নিয়োজিত ছিল।
গ্রেফতারকৃতরা র‌্যাবকে জানিয়েছে, ‘রংপুর বিভাগের বিভিন্ন জেলায় তাদের একাধিক নাশকতার পরিকল্পনা ছিল’। 
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে রংপুর র‌্যাবের সহকারী পরিচালক  মো. আহসান হাবীবের পাঠনো প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

এইচএ/২৫.১২.২০১৮

মতামত দিন