শপথ নিলেন নবনির্বাচিত সংসদ সদস্যরা, মন্ত্রিসভার শপথ সোমবার

বৃহস্পতিবার, ৩ জানুয়ারি একাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যবৃন্দ জাতীয় সংসদ ভবনে শপথ গ্রহণ করেছেন। তবে এতে অংশ নেননি বিএনপি এবং গণফোরাম থেকে নির্বাচিত সংসদ সদস্যরা।

জাতীয় সংসদের বিধিমালা অনুযায়ী প্রথমে স্পিকার ড.শিরীন শারমিন চৌধুরী নিজে শপথ গ্রহণ করেন এবং শপথ বইয়ে স্বাক্ষর করেন।

পরে স্পিকার জাতীয় সংসদের শপথগ্রহণ কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামীলীগের সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান।

এরপর পৃথক অনুষ্ঠানে জাতীয় পার্টি, বাংলাদেশ ওয়াকার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বিকল্পধারা বাংলাদেশ, তরিকত ফেডারেশন, জাতীয় পার্টি (মঞ্জু) এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত সংসদ সদস্যগণ শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণ শেষে সকলে শপথ বইয়ে স্বাক্ষর করেন।

এদিকে সোমবার, ৭ জানুয়ারি বিকেল সাড়ে তিনটায় শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে বলে বাসস পরিবেশিত খবরে বলা হয়েছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন।

এইচএ/০৩.০১.১৯

মতামত দিন