সেই রমিজ রাজা বললেন, বিশ্বকাপে পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ

ক্রিকেটবিশ্বে বাংলাদেশের সবচেয়ে বড় সমালোচকদের একজন রমিজ রাজা।ধারাভাষ্য কিংবা বিশেষজ্ঞ মতামতে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক মন্তব্য করে ভক্ত সমর্থকদের চোখের বিষে পরিনত হয়েছেন এই রাজা।

তবে বাংলাদেশের সাম্প্রতিক পারফরমেন্সে পুরো ডিগবাজী দিয়েছেন তিনি। কারন সাবেক এ পাকিস্তানি ক্রিকেটার মেনে নিয়েছেন বিশ্বকাপে তার দেশের চেয়ে এগিয়েই থাকবে বাংলাদেশ।

বিশ্বকাপ আলোচনার অংশ হিসেবে সব দলের ব্যাপারেই নিজের বিশেষজ্ঞ মতামত দিচ্ছেন রমিজ। বাংলাদেশের ব্যাপারে আলোচনা করতে গিয়ে তিনি এক বাক্যে স্বীকার করে নেন সাম্প্রতিক ফর্ম ও দুই দলের মুখোমুখি লড়াইয়ের প্রেক্ষিতে, বিশ্বকাপে বাংলাদেশই এগিয়ে থাকবে।

এসময় তিনি মনে করিয়ে দেন, ‘বিশ্বকাপে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশই। ক্রিকেটের বিশ্ব মঞ্চে দুই দলের একমাত্র সাক্ষাৎ ১৯৯৯ সালের বিশ্বকাপে। সে ম্যাচটি অনেক বিখ্যাত কারণ বাংলাদেশ জিতেছিল এবং পাকিস্তানের সে দলটিও ছিলো অনেক শক্তিশালী।’

অথচ এই রমিজ রাজাই সম্প্রতি  পিএসএলে পুরস্কার মঞ্চে তামিমের ইংরেজি জ্ঞান নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করেছিলেন। তামিমকে উদ্দেশ্য করে বলেছেন-‘আমি তোমাদের বাংলা ভাষা জানি না। ইংরেজি চলবে তো?’ তামিম-সাকিবরা যে ভালো ইংরেজী জানে এটি রমিজের মতো একজন ভাষ্যকারের অজানা থাকার কথা নয়।

বাঙালি তথা বাংলাদেশের ক্রিকেট নিয়ে যে বিরোধিতা করতেই হবে রমিজকে! তার সব থেকে আপত্তিকর এবং হাস্যকর মন্তব্য বাংলাদেশের ক্রিকেট পরিবেশ নিয়ে। কি ভয়াবহ ঔদ্ধত্য! রমিজের ভাষায়-‘ক্রিকেটের জন্য মোটেও আদর্শ জায়গা নয় বাংলাদেশ। বলতে গেলে ক্রিকেটের কোনো পরিবেশই নাই সেখানে। জ্যামের কারণে ঠিকমত মাঠে পৌঁছানো যায় না.. ইত্যাদি ইত্যাদি..’

গত বিশ্বকাপে (২০১৫) আফগানিস্তানের বিপক্ষে মুখোমুখি হল বাংলাদেশ। কমেন্ট্রি বক্সে রমিজ। শুরু থেকেই বাংলাদেশকে নিয়ে সব আপত্তিকর মন্তব্য করা শুরু করলেন এই ধারাভাষ্যকার। বললেন, বাংলাদেশের চেয়েও ভাল ক্রিকেট খেলে আফগানরা। সব দিক থেকেই বাংলাদেশের চেয়ে আফগানিস্তান  এগিয়ে.. ইত্যাদি ইত্যাদি। ম্যাচে আফগানদের ১০৫ রানে হারিয়ে নিজেদের উপস্থিতি জানান দিলেন মাশরাফি মর্তুজার দল। যদিও তাতে শিক্ষা হয়নি রমিজের।

তবে কি ঐতিহাসিক সত্যের বিরোধিতা করতেই রমিজের এই বাংলাদেশ বিরোধী অবস্থান।

তবুও ভালো, দেরীতে হলেও সত্যের মুখোমুখি দাড়ানোর সাহস হয়েছে রমিজ রাজার।