নীলফামারীর সৈয়দপুর সরকারি কারিগরি কলেজে নবীণ বরণ অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানটির মাধ্যমিক শাখার ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নিয়ে এ আয়োজন করা হয়।
শনিবার, ১৯ জানুয়ারি সকালে কলেজ মিলনায়তনে বরণ অনুষ্ঠান আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর সরকারি কারিগরি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এ এম ইরসাদুল বারী। সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ড. আমির আলী আজাদ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারি অধ্যাপক মো. আবুল কালাম আজাদ, স্কুল শাখার সহকারি প্রধান শিক্ষক সৈয়দা ফরিদা বানু, সিনিয়র সহকারি শিক্ষক আ ত ম রেজাউল কবীর প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন কলেজের স্কুল শাখার সহকারি শিক্ষক ইসমত জেরিন মান্নান এবং শিক্ষার্থী হৃদয় ও মেধা।
পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
এইচএ/১৯.০১.১৯