রেকর্ড গড়ে হারের বৃত্ত ভাঙ্গলো রংপুর রাইডার্স

ছবি: ক্রিকইনফো

এর আগে হেরেছে ৪টি ম্যাচ । আজও ইনিংসের শুরুতে শুন্য রানে হারিয়েছে দলের ব্যাটিং স্তম্ভ ক্রিস গেইলের উইকেট। এমন একটি ম্যাচে রেকর্ড ১৯৫ রানের বিশাল টার্গেট অনায়াসে টপকে ইতিহাস গড়লো রংপুর রাইডার্স।

আজ দিনের প্রথম খেলায় প্রথমে ব্যাট করে সিলেট সিক্সার্স ৪ উইকেটে ১৯৪ রান সংগ্রহ করে। সাব্বির রহমানের ৫১ বলে ৮৫ রানে ভর করে সিলেট এই বিশাল টার্গেট ছুড়ে দেয় রংপুরকে। সিলেটের ৪ উইকেটের ২টিই তুলে নেন রংপুর অধিনায়ক মাশরাফি।

জবাবে প্রথমেই গেইলকে হারায় রংপুর রাইডার্স।  টুর্ণামেন্টের সর্বোচ্চ রানের অধিকারী রাইলি রুশোর দৃঢ়তায় ম্যাচে ফেরে রংপুর। টুর্ণামেন্টে মোট ৪টি হাফ সেঞ্চুরির মালিক রুশোর মোট রান সংখ্যা ৩৪৯।

ইনিংসের অষ্টাদশ ওভারে তাসকিন আহমেদ ২ উইকেট নিয়ে চাপে ফেলে দেয় রংপুরকে। জেতার জন্য শেষ ১২ বলে  রংপুরের প্রয়োজন হয় ২৪ রান। মাশরাফি ও ফরহাদ রেজা অনায়াসেই ৩ বল বাকি থাকতে তুলে নেন প্রয়োজনীয় ২৪ রান।

দু’ দলই ৬ খেলায় ৪ পয়েন্ট নিয়ে ম্যাচ শুরু করে। জয়ের সুবাদে রংপুর রাইডার্স ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তিন নম্বরে উঠে গেল।  

স্কোরঃ রংপুর রাইডার্স ১৯৫/৬ (রুশো ৬১, ডি ভিলিয়ার্স ৩৪, তাসকিন ৪-৪২) সিলেট সিক্সার্স ১৯৪/৪ (সাব্বির ৮৫, পুরাণ ৪৭* মাশরাফি ২-৩১)