সৈয়দপুরে শিক্ষা ব্যয় কমানোর দাবিতে মানববন্ধন

নীলফামারীর সৈয়দপুরে মাত্রাতিরিক্ত ফি আদায়, সেশন শেষ হওয়ার পরেও ৩ থেকে ৬ মাসের অতিরিক্ত মাসিক বেতনসহ কৌশলে টাকা আদায়ের প্রতিবাদে মানববন্ধন হয়েছে। ছাত্রমৈত্রী ও যুবমৈত্রী যৌথভাবে এ মানববন্ধনের আয়োজন করে।

সোমবার, ১৪ জানুয়ারি শহরের শহীদ ডা. জিকরুল সড়কে বেলা ১১ টায় শুরু হওয়া মানববন্ধন চলে ঘন্টাব্যাপী। এতে বাংলাদেশ ছাত্রমৈত্রী ও যুবমৈত্রী সৈয়দপুর উপজেলা শাখার নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ অংশ নেয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি নীলফামারী জেলা শাখার সম্পাদকমন্ডলীর সদস্য রুহুল আলম মাস্টার ও সৈয়দপুর উপজেলা শাখার সদস্য শেখ ফজলুল হক বাবু, যুবমৈত্রী উপজেলা শাখার যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম জাহিদ ও তনজু, ছাত্রমৈত্রীর উপজেলা শাখার আহবায়ক তৌফিক আহমেদ লিমন ও যুগ্ম আহবায়ক শাহীন হোসেন।

বক্তারা বলেন, সৈয়দপুর শহরের মধ্যে অনেক অভিজাত ও নামীদামী শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এসব শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে ভর্তি কার্যক্রম চলছে। এ সুযোগে প্রতিষ্ঠানগুলো মাত্রাতিরিক্ত ভর্তি ফি আদায় করছে। নানা অজুহাতে মাসিক বেতন বৃদ্ধির কারণেও অভিভাবকরা চরম বিপাকে পড়েছেন।

মানববন্ধন থেকে অতিরিক্ত ফি আদায়কারী শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহনের দাবি জানানো হয়।

এইচএ/০১.১৯

মতামত দিন