পঞ্চগড়ে ‘শীত আনন্দ উৎসব’

‘শীত আনন্দ উৎসব’ অনুষ্ঠিত হয়েছে সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। উৎসবে অংশ নেয়া ৩৮ শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ছয় হাজার দরিদ্র শিশুর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। আর কনকনে শীতে এসব পেয়ে উৎফুল্ল হয়ে ওঠে তারা।

স্বেচ্ছাসেবী সংগঠন ‘শিশুস্বর্গ ফাউন্ডেশন’ সোমবার, ১৪ জানুয়ারি এ উৎসবের আয়োজন করে।

তেঁতুলিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে শিশুদের হাতে শীতবস্ত্র তুলে দেন খাদ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব কায়কোবাদ হোসেন। এ সময় তাঁর সাথে ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দ্বীন মোহাম্মদ ও ড. সাইদুর রহমান সেলিম।

ছবিঃ রাতদিন.নিউজ

উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) সানিউল ফেরদৌস, ওসি জহুরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী মাহামুদার রহমান ডাবলু, সাবেক কমান্ডার কাজী মাহাবুবুর রহমান, তেঁতুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান কাজী আনিসুর রহমান, শিশুস্বর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কবীর আহম্মেদ আকন্দ এবং শিশুস্বর্গ বিদ্যা নিকেতনের অধ্যক্ষ আতাউর রহমান।

জানা গেছে, প্রতিবছর শীতে শিশুস্বর্গ ফাউন্ডেশন তেঁতুলিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র, শিক্ষাবৃত্তি প্রদানসহ নানা ধরণের সহযোগিতা করে।

এইচএ/১৪.০১.১৯

মতামত দিন