হাতীবান্ধায় অসুস্থ্য শকুন উদ্ধার, চিকিৎসার দায়িত্ব নিলো উপজেলা প্রশাসন

লালমনিরহাটের হাতীবান্ধায় বিলুপ্তপ্রায় একটি শকুন উদ্ধার করেছে স্থানীয়রা। উদ্ধারের সময় এটি অসুস্থ ছিলো বলে জানিয়েছেন তারা।

আজ বৃহস্পতিবার, ৭ জানুয়ারি বিকেলে উপজেলার গোতামারী ইউনিয়নের দক্ষিণ গোতামারী এলাকা থেকে শকুনটি উদ্ধার করা হয়।

উদ্ধারকারী সোহাগ রানা নামের এক যুবক গণমাধ্যমকে জানান, প্রতিবেশির বাড়ির উঠানে শকুনটি দেখতে পান তিনি। এ সময় শকুনটিকে তাড়ানোর চেষ্টা করলে সেটি উড়তে পারছিলো না। সেখানে থাকা লোকজন মিলে অসুস্থ্য শকুনটিকে ধরে ফেলেন। পরে উপজেলা নির্বাহী অফিসারকে খবর দেয়া হয়।

এ বিষয়ে জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা সাইদুর রহমান বলেন, ‘শকুনটির অসুস্থতার কথা শুনেছি। অসুস্থ্য হলে উপজেলা ভেটেনারি সার্জনকে চিকিৎসা দেয়ার পরামর্শ দেওয়া হয়েছে। চিকিৎসার পর সুস্থ হলে বনবিভাগ শকুনটিকে ছেড়ে দিবেন বলেও তিনি জানান।

আরআই/রাতদিন

মতামত দিন