অক্টোবরেই এমপিওভুক্তির প্রজ্ঞাপন জারি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের বহুল কাঙ্ক্ষিত এমপিওভুক্তির চূড়ান্ত তালিকা প্রজ্ঞাপন আকারে অক্টোবর মাসেই জারি হবে ।

বর্তমানে তালিকা সংশোধনের কাজ চলছে। তালিকায় কতগুলো স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান স্থান পাবে তা নিয়ে টানাপোড়েন থাকলেও শিক্ষামন্ত্রী দেশে ফিরলেই এ ব্যাপারে সকল জটিলতা নিরসন হয়ে যাবে বলে জানা গেছে ।

শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সোহরাব হোসাইন গণ-মাধ্যমকে বলেছেন, শিক্ষামন্ত্রীর যাচাই-বাছাইয়ের পর  প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে। তাঁর চূড়ান্ত অনুমোদনের পর প্রজ্ঞাপন জারি করতে আর কোনো বাধাই থাকবে না।

জানা গেছে, এমপিওভুক্ত প্রতিষ্ঠানের তালিকার ঘষা-মাজা শেষ হয়েছে। তালিকায় কতগুলো স্কুল, কলেজ, মাদরাসা এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান স্থান পাবে, তা প্রধানমন্ত্রীর চূড়ান্ত অনুমোদনের পর জানা যাবে।

সূত্র জানায়, জনবল কাঠামো ও এমপিও নীতিমালার শর্তেই এমপিওভুক্ত করা হবে বেসরকারি নতুন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে। প্রাথমিকভাবে কিছু শর্ত সাপেক্ষে আগামী তিন বছরের জন্য অস্থায়ীভাবে এক হাজার ৭৬৩টি স্কুল ও কলেজ এ তালিকায় স্থান পেতে পারে।

মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রেও একই পদ্ধতি অনুসরণ করা হবে। তবে এর সংখ্যা এখনও নিশ্চিত করা হয়নি।

অস্থায়ী অনুমোদন বা তালিকায় স্থান পাওয়া প্রতিষ্ঠানগুলোকে দেয়া শর্ত যথাযথভাবে পূরণে ব্যর্থ হলে প্রতিষ্ঠানের এমপিওভুক্তির সুবিধা বাতিল করা হবে।

মন্ত্রণালয় সূত্রে আরও জানা গেছে, এবার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ধরন অনুসারে আলাদা আলাদা পরিপত্র জারি করা হবে। নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের আলাদা আলাদা পরিপত্র জারি হতে পারে।

একই পরিপত্রে সব প্রতিষ্ঠানে অনুমোদন দেয়া হলে নানা জটিলতার সৃষ্টির আশঙ্কা রয়েছে। জটিলতা এড়াতে সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে বলেও জানানো হয়।

 এসকে/রাতদিন