অত্যাধুনিক সেবা ও মানসম্মত খাবারের অংগীকার নিয়ে বিশাল পরিসরে সুসজ্জিত রয়্যালটি ফুড কর্ণারের উদ্বোধন করা হয়েছে। রংপুর মহানগরীর জাহাজ কোম্পানীর মোড়ে রয়্যালটি মেগা মল সংলগ্ন এই আকর্ষনীয় ফুড কর্ণারটি আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো।
সোমবার, ২৭ মে বিকেলে এর উদ্বোধন করেন ইসলামি ব্যাংক এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রেজাউল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন রংপুর চেম্বারের পরিচালক ও ক্রোকারিজ মালিক সমিতির সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান রতন, সাংগঠনিক সম্পাদক এজাজ আহমেদ পাপ্পু, ব্যাংক এশিয়ার ম্যানেজার নূরে আলম সিদ্দিকী, ঢাকা ব্যাংকের সিনিয়র স্টাফ মাসুম মিয়া ও মেঘনা ব্যাংকের ম্যানেজার জাহেদুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রয়্যালটি মেগামলের চেয়ারম্যান ও সেরা করদাতা তাওহিদ হোসেন, ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব তানবীর হোসেন আশরাফী, মেগা মলের কর্মকর্তা আশরাফুল ইসলাম টুটুল, দুলাল মিয়া, ইরফান হোসেন, ইমরান হোসেন, তৌফিক, এসএম শুভ প্রমুখ।
উদ্বোধন শেষে প্রতিষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করে মোনাজাত করেন নূরে মদিনা মসজিদের খতিব মোহাম্মদ ঈশা।
জেএম/রাতদিন