আদিতমারীতে একদিনে ৩ অপমৃত্যু, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২, নির্মান সামগ্রী পড়ে ১

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় নির্মান সামগ্রী পড়ে এক নির্মানশ্রমিকের মৃত্যু হয়েছে। মিজানুর রহমান(২৪) নামে ওই শ্রমিক একটি বাড়ীর নির্মানকাজ করার সময় দুর্ঘটনার শিকার হন।

আজ বুধবার, ১৫ সেপ্টেম্বর দুপুরে উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের পুর্ব দৌলজোর গ্রামে এ দূর্ঘটনা ঘটে। এদিন অপর দুই দুর্ঘটনায় আরও দুইজন মারা যান।

মৃত মিজানুর ওই গ্রামের নজরুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতিবেশী একজনের বাড়ির নির্মাণ শ্রমিক হিসেবে সার্টারিংয়ের কাজ করছিলেন নির্মাণ শ্রমিক মিজানুর রহমান বাবু। এ সময় সেটি ভেঙে মাথায় পড়লে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা আশংকাজনক অবস্থায় উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোক্তারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ তারা পাননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

আজ এর আগে এই উপজেলার দুইজন বিদ্যূৎস্পষ্ট হয়ে মারা যান। গতকাল রাতে উপজেলার ফলিমারী গ্রামে ও আজ দুপুরে সবদল গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হন তারা। খবরটি এই লিংকে

জেএম/রাতদিন

মন্তব্যসমূহ প্রদর্শন করা হবে (19)