গরু হৃষ্টপুষ্টকরণের আধুনিক কৌশল শিখবে পাটগ্রামের খামারীরা, প্রশিক্ষণ শুরু

লালমনিরহাটে পাটগ্রামে আধুনিক প্রযুক্তিতে গরু হৃষ্টপুষ্টকরণ বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। ৩ দিন ব্যাপি এই প্রশিক্ষণে খামারীরা অংশগ্রহন করছেন।

আজ বুধবার, ১৫ সেপ্টেম্বর সকাল ১০ টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের প্রশিক্ষণ কক্ষে এই প্রশিক্ষণ শুরু হয়।

পাটগ্রাম উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলার ২৫ জন খামারী এ প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের অর্থায়নে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে বলে জানানো হয়েছে।

প্রশিক্ষণ উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো. জাহাঙ্গীর আলম, পাটগ্রাম উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ শ্যামল চন্দ্র রায়, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ আখিরুজ্জামান শামীম, উপজেলা উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আখতারুল ইসলাম, উপজেলা উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা নবিউল হক প্রমুখ।

জেএম/রাতদিন

মন্তব্যসমূহ প্রদর্শন করা হবে (6)