আদিতমারীতে জমি নিয়ে সংঘর্ষে একই পরিবারে আহত ৪

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় জমি নিয়ে সংঘর্ষে একই পরিবারের ৪জন আহত হয়েছেন।

রোববার, ২৪ জানুয়ারি সন্ধ্যায় বিচার চেয়ে ফিরোজ আহমেদ নামে এক কৃষক বাদি হয়ে আদিতমারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

আহতরা হলেন, উপজেলার তালুক পলাশী গ্রামের আব্দুল জলিল (৬০) ও তার স্ত্রী ফেরদৌসি বেগম(৫২), ছেলে ফেরদৌস আহমেদ(২৯), মেয়ে জেসমিন নাহার(৩২)।

থানায় দায়ের করা অভিযোগে জানা গেছে, উপজেলার তালুক পলাশী গ্রামের কৃষক আব্দুল জলিলের সাথে জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে প্রতিবেশী মৃত ছলিমুদ্দিনের ছেলে হাবিবুর রহমানের। ইতিপূর্বে উক্ত জমি হাবিবুর গংরা জবর দখলের চেষ্টা করলে উভয়ের মাঝে সংঘর্ষের সৃষ্ঠি হয়। যা নিয়ে কৃষক আব্দুল জলিল বাদি হয়ে লালমনিরহাট আদালতে একটি মামলা(নং ১৫; তারিখ ২৩/০৭/১৯) দায়ের করেন। যা আদালতে বিচারাধীন রয়েছে।

সেই জমি রোববার(২৪ জানুয়ারি) দুপুরে দলবল নিয়ে পুনরায় জবর দখলে চেষ্টা করেন হাবিবুর রহমান গংরা। এতে বাঁধা দেয়ায় হাবিবুর রহমান ও তার ভারাটে সন্ত্রাসীরা লাঠি সোটা দিয়ে প্রথমে কৃষক জলিলকে এলোপাথাড়ি মারপিট করে। খবর পেয়ে তাকে বাঁচাতে জলিলের স্ত্রী ফেরদৌসি, ছেলে ফিরোজ আহমেদ ও মেয়ে জেসমিন নাহার ঘটনাস্থলে গেলে তাদেরকে দেশি অস্ত্রে এলোপাথাড়ি ভাবে মারপিট করে হাবিবুর রহমান গংরা। খবর পেয়ে আদিতমারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌছলে জমি জবর দখলকারীরা পালিয়ে যায়। পরে পুলিশ আহতদের উদ্ধার করে আদিতমারী হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় বিচার চেয়ে কৃষক ফিরোজ আহমেদ বাদি হয়ে হাবিবুর রহমানসহ ৬জনের বিরুদ্ধে রোববার সন্ধ্যায় আদিতমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাইফুল ইসলাম বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

এনএ/রাতদিন

মতামত দিন