হাতীবান্ধায় দুই যাত্রীবাহী বাস মুখোমুখি, আহত ১৫

লালমনিরহাটের হাতীবান্ধায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে দু’জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

রোববার, ২৪ জানুয়ারী সকাল ১১ টার দিকে উপজেলার পারুলীয়া এলাকায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

হাতীবান্ধা থানা ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

হাতীবান্ধা ফায়ার সার্ভিস সুত্রে জানা গেছে, এদিন সকাল ১১টায় পাটগ্রাম থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী লোকাল বাস লালমনিরহাট থেকে ছেড়ে আসা অপর একটি যাত্রীবাহী বাসকে মুখোমুখি ধাক্কা দেয়। এতে ওই দুই বাসের সামনের অনেকটা অংশ দুমড়ে মুচড়ে যায়।

হাসপাতালে চিকিৎসাধীনদের একাংশ। ছবি: রাতদিন

আহতরা হলেন, জেলার পাটগ্রাম উপজেলার উফারমারা এলাকার তসলিম উদ্দিনের ছেলে জুয়েল হোসেন (২৭), হাতীবান্ধা উপজেলার ভোটমারী এলাকার আব্দুল জব্বারের ছেলে হাফিজুল ইসলাম (৩৫), একই উপজেলার পূর্ব সিন্দুর্না এলাকার আ: লতিফের ছেলে ইসরাত (২৫), টংভাঙ্গা এলাকার ইব্রাহিমের ছেলে বারেক (২৪) গোতামারী ইউনিয়নের দইখাওয়া এলাকার জয়নালের স্ত্রী শিউলি বেগম (২০), গেন্দুকুড়ি এলাকার সমশের উদ্দিনের ছেলে লাবলু, কালীগঞ্জ উপজেলার মদাতী এলাকার কেরামত আলীর ছেলে গোলাম রব্বানী (৪০) ও কাকিনা এলাকার আ: জব্বারের ছেলে তৈয়ব আলী।

আহতদের মধ্যে ১৩ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। গুরুতর আহত দু’জন স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন বলে হাসপাতাল সুত্র জানিয়েছে।

বাস দুটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানিয়েছেন হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরাদুল আলম।

জেএম/রাতদিন

মতামত দিন