লালমনিরহাটের আদিতমারীতে পানির তোড়ে ভেসে যাওয়া দুই গৃহবধুর মরদেহ উদ্ধার করা হয়েছে আজ বৃহস্পতিবার, ২৫ জুলাই দুপুরের দিকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল দুই ঘন্টার চেষ্টায় তাদের মরদেহ উদ্ধার করে।
নিহতরা হলেন, আদিতমারীর আরাজি দেওডোবা গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী মোহছেনা বেগম (৫৫) ও আনছার আলীর স্ত্রী রহিমা বেগম(৫০)। তারা সস্পর্কে একে অপরের জা।
আদিতমারী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নাজমুল হক জানান, গতকাল বুধবার দুপুরে দুই গৃহবধু গবাদিপশুকে খাওয়ানোর জন্য পাটগাছের পাতা সংগ্রহ করতে পাশের ডোরাসতি নদী (খাল) পার হয়ে ওপারে যান। এরপর থেকে তাদের আর কোনো খোঁজ পাচ্ছিল না তাদের পরিবার।
খবর পেয়ে রংপুর ফায়ার সার্ভিসের একটি ডুবরী দল আজ বৃহস্পতিবার দুপুরে উদ্ধার অভিযান চালিয়ে বাড়ির পাশের খালটি থেকে ওই দুই গৃহবধুর মরদেহ উদ্ধার করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে।
ফায়ার সার্ভিস ও পরিবারের লোকজন ধারণা করছেন, পাটগাছের পাতা আনতে গিয়ে খালটি পার হওয়ার সময় হয়তো তারা পানিতে ডুবে মারা যান।
এবি/রাতদিন