লালমনিরহাটের আদিতমারীতে সাজাপ্রাপ্তসহ বিভিন্ন মামলার ১৭জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। সামগ্রিক আইনশৃংখলা পরিস্থিতির উন্নয়নে পুলিশ এই বিশেষ অভিযান চালায়।
বৃহস্পতিবার, ২২ অক্টোবর দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাইফুল ইসলাম।
তিনি জানান, ‘আইনশৃংখলা পরিস্থিতির উন্নয়ন ও আসন্ন দুর্গাপুজা শান্তিপুর্ন ভাবে পালনের জন্য বিভিন্ন অপরাধে অভিযুক্তদের গ্রেফতারে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।’
অভিযানে উপজেলার ৮টি বিটের পুলিশ কর্মকর্তাসহ থানা পুলিশের পুরো টিম অংশগ্রহন করে। তারা গত ২৪ ঘন্টায় সাজাপ্রাপ্ত, মাদক, হত্যা, নারী শিশু নির্যাতন দমন আইনসহ বিভিন্ন মামলায় পলাতক ১৭জন আসামীদের গ্রেফতার করে।
গ্রেফতাকৃতদের বৃহস্পতিবার, ২২ অক্টোবর দুপুরে আদালতে পাঠানো হয়েছে। এ অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।
জেএম/রাতদিন