আদিতমারীতে বজ্রপাত, মারা গেলেন আরও একজন

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় বজ্রপাতে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। আবু বক্কর সিদ্দিক(৫০) নামে ওই ব্যাক্তি পুকুরপাড়ে পায়চারি করার সময় বজ্রাহত হন। চলতি বছরে উপজেলায় বজ্রপাতে এটি দ্বিতীয় মৃত্যুর ঘটনা।

রোববার, ২৭ সেপ্টেম্বর সকালে উপজেলা সদরের ভাদাই ইউনিয়নের কালিস্থান এলাকায় বজ্রপাতের এ ঘটনা ঘটে।

মৃত আবু বক্কর সিদ্দিক ভাদাই ইউনিয়ন পরিষদের ১,২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য শামীমা আক্তারের স্বামী। তিনি ওই এলাকার আব্দুল গনি মিয়ার ছেলে।

ভাদাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রোকনুজ্জামান রোকন জানান, বাড়ির পাশে পুকুর পাড়ে পায়চারী করছিলেন আবু বক্কর সিদ্দিক। এ সময় হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটলে বজ্রের আঘাতে গুরুতর আহত হন তিনি।

পরিবারের লোকজন দ্রুত উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।

এর আগে এবছরের ২৭ মে উপজেলার মহিষখোচা এলাকায় বজ্রপাতে মারা যান এক গৃহবধু

এনএ/রাতদিন