মেঝ ছেলের দায়ের কোপে জখম হয়েছেন সত্তর বছরের বৃদ্ধ আফজাল হোসেন। ছেলেকে দেয়া জমিতে লাগানো গাছ থেকে সজনা তুলতে গিয়ে তিনি এই হামলার শিকার হন।
বৃহস্পতিবার ২৩ এপ্রিল বিকেলে লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চওড়াটারী গ্রামে নিজ বাড়িতে তাকে জখম করা হয়।
বাবার উপর হামলাকরী ওই যুবকের নাম এজার আলী।
পুলিশ জানায়, স্ত্রী মারা যাবার পর নিজের ৯৪ শতক জমি তিন ছেলের মাঝে ভাগ করে দেন আফজাল হোসেন। ছেলেরা কেউ তার ভরণ পোষণের দায়িত্ব না নিলে বৃদ্ধ আফজাল মেয়ে রানু বেগমের বাড়িতে আশ্রয় নেন।
করোনা পরিস্থিতিতে বাড়িতে ফিরে আসেন তিনি। ওইদিন বিকেলে নিজের লাগানো গাছের সজনে সংগ্রহ করতে গেলে মেঝ ছেলে এজার আলীর ভাগে পড়ায় তার স্ত্রী আমেনা সজনে তুলতে বাধা দেন।
শ্বশুর ও পুত্রবধূর মধ্যে কথাকাটির এক পর্যায়ে মেঝ ছেলে ও তার স্ত্রী-সন্তান মিলে আফজালকে মারধর করেন। একপর্যায়ে এজার হাতে থাকা দা দিয়ে তার বাবার বাম হাতে কোপ দিলে তার কনুইয়ের নিচে কেটে যায়।
পরে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আফজাল হোসেন বলেন, যে জমি ছেলেদের দিয়েছি সেই জমিতে আমার লাগানো গাছের সজনে পাড়তে গিয়ে নিজ ছেলের আঘাতে আজ আমি রক্তাক্ত।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
জেএম/রাতদিন