আপাতত ওবায়দুল কাদেরকে স্থানান্তর ‘ঝুঁকিপূর্ণ’

ওবায়দুল কাদেরের অবস্থা কিছুটা উন্নতির দিকে। আপাতত বিদেশে নেওয়া হচ্ছে না। এ তথ্য জানিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক কনক কান্তি বড়ুয়া সাংবাদিকদের বলেছেন, ‘পরবর্তী অবস্থা দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।’

রোববার, ৩ মার্চ রাতে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘এখন তিনি (ওবায়দুল কাদের) ডাকলে সাড়া দেন, হাত পা নাড়েন, চোখ খোলেন। ব্লাড প্রেসারও মোটামুটি স্থিতিশীল।’

তিনি আরো বলেন, ‘সিঙ্গাপুর থেকে তিন সদস্যের টিম এসেছে। তাদের সাথে আলোচনা হয়েছে। এই সময়ে তাকে স্থানান্তর করা ঝুঁকিপূর্ণ । তাই পরবর্তি ২৪ ঘণ্টা হাসপাতালে রাখা হবে ওবায়দুল কাদেরকে।’

সিঙ্গাপুরের চিকিৎসকরাও সেই ঝুঁকির সাথে একমত পোষন করেছেন বলে তিনি জানিয়েছেন। প্রয়োজনে ভবিষ্যতে তাকে পাঠানো হবে।

রোববার সকালে বিএসএমএমইউ এর করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করানো হয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে।

পরবর্তী সময়ে এনজিওগ্রাম করা হলে কাদেরের আর্টারিতে তিনটি ব্লক ধরা পড়ার কথা জানান চিকিৎসকরা। যার মধ্যে একটি ব্লক অপসারণের কথাও জানানো হয়েছিল।

এবি/রাতদিন