আবহাওয়ার আগাম তথ্য মিলবে মোবাইল ফোনে

কালবৈশাখী, বজ্রপাত, ঘূর্ণিঝড়, ভারিবর্ষণ, তাপদাহ, শৈত্যপ্রবাহসহ সকল প্রকার আবহাওয়ার আগাম তথ্য মিলবে মোবাইল ফোনে। এই সেবা দিচ্ছে মিটিওরলজিক্যাল এন্ড রিলেটেড সার্ভিসেস লিমিটেড।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৩ দিন ব্যাপী ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০১৯’ মেলায় ইনোভেশন জোনে এই সেবা গ্রাহকদের কাছে তুলে ধরছে প্রতিষ্ঠানটি।

বুধবার, ১৬ অক্টোবর প্রতিষ্ঠানটির ডিজি জানান, বাংলাদেশ বিমান বাহিনীর ৬ জন অবসরপ্রাপ্ত আবহাওয়াবিদ দিচ্ছেন এই সেবা।

তারা জানান, রেজিস্ট্রেশন করা থাকলে আগাম আপডেট মিলবে ফোনে। দুই মাসের মধ্যে বাজারে আসবে অ্যাপসটি। মাসিক ৬০ টাকা ও বছরের ৬০০ টাকায় এই সেবা মিলবে।

প্রতিষ্ঠানটি আরও জানায়, পৃথিবীতে গড়ে প্রতিদিন ৮০ লক্ষ বজ্রপাত হয়। আগাম তথ্য জানা থাকলে বজ্রপাতে জানমালের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব।

এনএইচ/রাতদিন