বেশ কিছুদিন ছুটি কাটিয়ে বার্সেলোনায় ফিরেছেন মেসি। তবে এখনও খেলায় মন দেননি। স্পেনে এসেও ছুটির আমেজে তিনি। এর মধ্যে অপ্রত্যাশিত এক ঘটনার মুখে পড়লেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। দেশটির এক নাইটক্লাবে তার ওপর হামলা হয়েছে।
স্প্যানিশ গণমাধ্যমের খবর, দিন কয়েক আগে লুইস সুয়ারেজ, জর্দি আলবা ও সাবেক সতীর্থ ফ্যাব্রিগাসকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন মেসি। প্রত্যেকের সঙ্গে ছিলেন তাদের স্ত্রী। দিনভর ঘোরাঘুরি, আনন্দ-ফূর্তির পর রাতে এক নাইটক্লাবে সময় কাটাতে গিয়েছিলেন তারা। সেখানেই মেসিকে মারতে আসে এক অজ্ঞাত ব্যক্তি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এমন একটি ভিডিও।
ভিডিওতে দেখা যাচ্ছে, কঠোর নিরাপত্তায় নাইটক্লাব থেকে মেসিকে বের করে নিয়ে যাচ্ছেন নিরাপত্তাকর্মীরা।
সংবাদে বলা হয়, নাইটক্লাবে হঠাৎ ছোট ম্যাজিসিয়ানকে মারতে যান ওই ব্যক্তি। তবে নিরাপত্তাকর্মীদের সতর্কতার কারনে তার কোনো ক্ষতি হয়নি। তবে ঠিক কি কারণে আর্জেন্টাইন সুপারস্টারের ওপর আক্রমণ চালানো হয়েছে তা এখনও পরিষ্কার নয়।