জাপানে নতুন অর্থ বছর শুরু হবে আগামী এপ্রিল মাসে। নতুন অর্থবছরের জন্য রেকর্ড পরিমাণ সামরিক বাজেট অনুমোদন করেছে দেশটির মন্ত্রিসভা। এ নিয়ে গত নয় বছর একটানা জাপানের সামরিক বাজেট বাড়ালো।
জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগার নেতৃত্বাধীন মন্ত্রিসভা প্রস্তাবিত বাজেট অনুমোদন করে। এবারের বাজেটে বর্তমান অর্থবছরের চেয়ে ৩.৮ ভাগ বরাদ্দ দেয়া হয়েছে। দেশটির আসন্ন অর্থ বছরে সামরিক খাতে সর্বসাকুল্যে ১.০৩ ট্রিলিয়ন ডলার ব্যয় করবে।
জাপানের মন্ত্রিসভার মুখ্য সচিব কাতসুনোবু কাতো গণমাধ্যমকে বলেন, ‘জাতীয় প্রতিরক্ষার জন্য আমরা আমাদের সক্ষমতাকে শক্তিশালী করব। এতে শান্তি এবং নিরাপত্তার পরিবেশ নিশ্চিত হবে’।
আরআই/রাতদিন