লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি আ.লীগ অফিস ভাংচুর-অগ্নিসংযোগ মামলায় জামিন পেয়েছেন জেলা বিএনপি সভাপতি ও সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
সোমবার, ৪ মার্চ লালমনিরহাটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান মণ্ডলের আদালতে হাজির হয়ে জামিন প্রার্থণা করলে আদালত দুলুর জামিন মঞ্জুর করেন।
আদালত সূত্র জানায়, গত ২৯ জানুয়ারি স্থানীয় সাংসদ ও জাতীয় পার্টির কো- চেয়ারম্যান জিএম কাদেরের একটি বিলবোর্ড সরানোকে কেন্দ্র করে আওয়ামী লীগ ওই কার্যালয়ে ভাংচুর-অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এ ঘটনার পরদিন আসাদুল হাবিব দুলুসহ বিএনপির ২৭ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন বড়বাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক এসএম আশরাফুল হক মিঠু।
পরবর্তিতে দুলু হাইকোর্ট থেকে চার সপ্তাহের অন্তবর্তীকালীন জামিনে পেয়েছিলেন। সেই জামিনের মেয়াদ শেষে তিনি সোমবার আদালতে উপস্থিত হয়ে নতুন করে জামিন আবেদন করেন। তাঁর সাথে অপর এক স্থানীয় বিএনপি নেতারও জামিন মঞ্জুর করেন আদালত।
এর আগে মামলায় অপর ২২ নেতাকর্মীকে জামিন দিয়েছিলেন আদালত।
এবি/রাতদিন