টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় অংশ নেওয়া আরও পাঁচ মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে নয়জন মুসল্লি মারা গেছেন।
শুক্রবার, ১০ জানুয়ারি দিনগত রাতে এ পাঁচজন মারা যান। বিশ্ব ইজতেমার মুরুব্বি ইঞ্জিনিয়ার মেজবাহ উদ্দিন আহম্মেদ বাংলানিউজকে এ পাঁচ মুসল্লির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত পাঁচজন হলেন- কুমিল্লার দেবিদ্বার থানার ডিমলা এলাকার তমিজ উদ্দিন (৬৫), রাজশাহীর চারঘাট থানার বনকি এলাকার আব্দুর রাজ্জাক (৭০), ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানার তোল্লা এলাকার শাহজাহান (৬০), বরিশালের গৌরনদী থানার খালিশপুর এলাকার আলী আজগর (৫৫) ও নারায়ণগঞ্জের বন্দর থানার কলাবাগান এলাকার ওসমান গণি ইউসুফ (৫০)। রাতের বিভিন্ন সময় বার্ধক্যজনিত কারণে তারা মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।
এর আগে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে ইয়াকুব আলী (৮৫), রাতে খোকা মিয়া (৬০), মোহাম্মদ আলী (৭০) ও শুক্রবার সকালে শহিদুল ইসলাম (৫০) মারা যান। তারা সবাই বার্ধক্যজনিত কারণে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।
বৃহস্পতিবার বাদ মাগরিব আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। মাগরিবের পর আম বয়ান শুরু করেন ভারতের মাওলানা আহম্মেদ ইব্রাহীম দেওলা। এরপর শুক্রবার বাদ ফজর আম বয়ান শুরু করেন পাকিস্তানের মাওলানা ওবায়দুল্লাহ খুরশিদ। রোববার (১২ জানুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।