ঈদকে কেন্দ্র করে প্রতি বছর ৫শ’র বেশি নাটক নির্মিত হয়। কিন্তু এবার করোনা পরিস্থিতির জন্য সেই সংখ্যাটা হাতে গোনা পর্যায়েও নেই। কারণ করোনাভাইরাস মোকাবেলায় সরকারের সাধারণ ছুটির সঙ্গে সমন্বয় রেখে টিভি নাটকের শুটিং বন্ধ রাখার সময় ১৬ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।
প্রতি বছর ঈদকে করে নির্মিত হয় মোশাররফ করিম অভিনীত দেশের সবচেয়ে জনপ্রিয় কমেডি নাটক ‘জমজ’। গেলো ৬ ঈদ ধরে তুমুল জনপ্রিয়তা নিয়ে প্রচারিত হচ্ছে আসছে নাটকটি। এবার ঈদে সব কিছু স্বাভাবিক থাকলে ‘জমজ’র ১৩ তম পর্ব প্রচারিত হওয়ার কথা ছিলো।
এমন পরিস্থিতিতেও কি ঈদে ‘জমজ’ প্রচারিত হওয়ার সম্ভাবনা আছে? এমন প্রশ্ন ছিলো নাটকটির নির্মাতা আজাদ কালামের কাছে।
আজাদ কালাম জানিয়েছেন, ‘জমজ’র ১৩ তম পর্ব নির্মাণের জন্য সব কিছু রেডি আছে। ১৬ তারিখের পর শুটিংয়ের অনুমতি পেলে আমরা শুটিং করতে চাই। এমন কি ঈদের ৩দিন পরে হলেও আমরা ‘জমজ’র শুটিং করে প্রচারে যেতে চাই। কারণ আমাদের এমন অভিজ্ঞতা আগেও আছে, গেলো দুই ঈদে আমরা ঈদের পরে শুটিং করে প্রচারে গিয়েছি। এবারও দর্শক চাহিদার কথা বিবেচনায় রেখে আমরা সেটা করতেও রাজি।
আজাদ কালাম আরও যোগ করে বলেন, আশা করছি ‘জমজ’ এবারের ঈদে প্রচারিত হবে।
‘জমজ’ নাটকটির প্রধান আকর্ষণ হলো দুই ছেলে একাব্বর ও নেকাব্বর এবং বাবা কদু আজাদ। এই তিন চরিত্রেই মোশাররফ করিম অভিনয় করেন।
এনএ/রাতদিন