উইন্ডিজকে তিনশ রানের মধ্যে আটকাতে চায় বাংলাদেশ

আগের টেস্টের হারের স্মৃতি এখনো টাটকা। চারদিন দাপট দেখিয়ে পঞ্চম দিনে এসে হেরে গিয়েছিল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টেও খুব একটা সুবিধা করতে পারেননি মুমিনুল হকের দল। প্রথম দিন শেষে পাঁচ উইকেট হারিয়ে ২৩৩ রান তুলেছে সফরকারীরা। এনক্রমাহ বোনারের অপরাজিত ফিফটিতে বড় সংগ্রহের দিকে হাঁটছে উইন্ডিজ। তবে দ্বিতীয় দিনে তাদের অল্পতেই আটক রাখতে চায় বাংলাদেশ।

বৃহস্পতিবার ম্যাচ শেষে এক ভিডিও বার্তায় এমনটিই জানিয়েছেন পেসার আবু জায়েদ চৌধুরী রাহী। তিনি বলেন, ‘অবশ্যই আমাদের টেস্ট জেতা প্রয়োজন। তো আমার কাছে মনে হয় যে আমাদের ২৭০ থেকে ৩০০ এর মধ্যে আউট করা উচিত।’

উইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের একাদশে ছিলেন না রাহী। দ্বিতীয় টেস্টে সুযোগ পেয়েছেন মুস্তাফিজুর রহমানের পরিবর্তে। করোনা মহামারি আসার পর এই প্রথম টেস্টে মাঠে নামলেন রাহী। তবে খেলায় না থাকলেও নিজের কাজগুলো ঠিকই এগিয়ে রেখেছেন বলে জানান সিলেটের এই পেসার।

তিনি বলেন, ‘আমি প্রতিদিনই আমার ফিটনেস নিয়ে কাজ করছি, আমার কাজগুলা এগিয়ে নিয়েছি, ওটিসের (পেস বোলিং কোচ) সঙ্গে কথা বলেছি, সে বলেছে তুমি অনেক ভালো ছন্দে আছো, তুমি চেষ্টা করে যাও।’

একাদশে একমাত্র পেসার ছিলেন রাহী। পার্ট টাইমার হিসেবে ছিলেন সৌম্য সরকার। আরও একজন পেসারের অভাব বোধ করেছেন কিনা এমন প্রশ্নের জবাবে রাহী বলেন, ‘না যখন দ্বিতীয় নতুন বলটা নিয়েছি তখন আমার কাছে ওই রকম কিছু মনে হয়নি।’

মতামত দিন