সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, গঙ্গাচড়া শেখ হাসিনা সেতু দেওয়ার পর এ অঞ্চলের অনেক পরিবর্তন ঘটেছে। উন্নয়ন নিয়ে উত্তরাঞ্চল তথা দেশের মানুষের চিন্তার কোন কারণ নেই। প্রধানমন্ত্রী উত্তর অঞ্চলের দিকে বিশেষ নজর রেখেছেন।
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর দুপুরে উত্তর বাংলা কলেজের রজত জয়ন্তী উৎসবে উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
এসময় তিনি আরো বলেন, অল্প বয়সে নারীদের বিয়ে দিয়ে ভবিষ্যৎ নষ্ট করবেন না। নারীরা এখন দেশ চালায়। নারী ক্ষমতায়নে নারী সব জায়গায় এগিয়ে। প্রধানমন্ত্রী নারী, স্পিকার নারী, বিরোধী দলীয় নেত্রী নারী ছিল। নারীদের সুপ্ত প্রতিভাকে বিকশিত করার সুযোগ দিতে হবে। শিক্ষিত করে তাদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলুন।
কলেজটির রজত জয়ন্তীতে আয়োজিত ৬ দিন ব্যাপি অনুষ্ঠানমালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল ইসলাম।
উদ্বোধনী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কলেজটির প্রতিষ্ঠাতা ও স্কটল্যান্ডের গ্লাসগো শহরের অধিবাসী অর্থনীতিবিদ মোজাম্মেল হক, রংপুর বিভাগীয় কমিশনার কে.এম. তারিকুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ, ভারতের পশ্চিমবঙ্গের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.অনিল ভুঁইমালী, উত্তর বাংলা কলেজের অধ্যক্ষ এএসএম মনওয়ারুল হক, উপজেলা নির্বাহী অফিসার রবিউল হাসান, কালীগঞ্জ থানার ওসি আরজু মো: সাজ্জাত।
এছাড়াও কলেজের সঙ্গে সংশ্লিষ্ট সব শ্রেণি পেশার মানুষ রজত জয়ন্তীর এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।