একাধিক হাসপাতাল ঘুরে জ্বরে মারা গেল ছেলে, খবর পেয়ে বাবারও মৃত্যু

বিভিন্ন হাসপাতলে ঘুরে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে রিমন সাউদ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তার বয়স ২৪ বছর। ছেলের মৃত্যুর খবর শোনার পর হার্ট অ্যাটাক করেন তার বাবা হাজী মো. ইয়ার হোসেনও। পরে তাকেও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে আজ সোমবার, ১১ মে  সকাল ৭টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তারা নারায়ণগঞ্জ সিদ্দিরগঞ্জের বাসিন্দা ছিলেন।

এ বিষয়ে রিমনের চাচাত ভাই মাসুম সাউদ জানান, গত রাতে আনুমানিক ৩টার দিকে রিমন অসুস্থ্য বোধ করলে তাকে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু ঢাকার বিভিন্ন হাসপাতলে ঘুরে করোনার উপসর্গ জ্বর, কাশি ও শ্বাসকষ্ট থাকায় রিমনকে কোনো হাসপাতালে ভর্তি নেয়নি। পরে সর্বশেষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে আজ ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়।

তিনি আরো জানান, ছেলের মৃত্যুর খবর শুনে তার বাবাও হার্ট অ্যাটাক করেন। পরে ওনাকেও ঢাকা মেডিক্যালে কলেজ হাসপাতালে নিয়ে আসলে ভোর ৭টার দিকে  চিকিৎসক ওনাকে মৃত ঘোষণা করেন।

এদিকে রিমনের করোনা উপসর্গ থাকায় তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। একইদিনে বাবা- ছেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সূত্র: বাংলা

এবি/রাতদিন