মেঘনা নদীতে একজন জেলের জালে ধরা পরেছে ২ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি ইলিশ। যা স্থানীয় বাজারে ১০ হাজার ৩০০ টাকায় বিক্রি হয়েছে।
শুক্রবার, ৫ জুলাই ভোলার তজুমদ্দিন উপজেলার চাচড়া ইউনিয়নের দালালকান্দি গ্রামের মো. কবির মাঝির জালে ওই ইলিশ ধরা পড়ে। তিনি উপজেলার চাঁদপুর ইউনিয়নের চর মোজাম্মেল সংলগ্ন মেঘনা নদী থেকে ওই মাছ শিকার করেন। স্থানীয়দের কাছে এ ধরনের ইলিশ ‘রাজা ইলিশ’ নামে পরিচিত।
প্রথম আলো অনলাইনের এক খবরে বলা হয়, শুক্রবার বিকেলে উপজেলার শশীগঞ্জ মাছঘাটের আবুল হাশেমের আড়তে ওই মাছটির নিলাম হয়। আল আমিন কুট্টি নামের এক মাছ ব্যবসায়ী ১০ হাজার ৩০০ টাকায় সেটি কিনে নেন।
আল আমিন কুট্টি বলেন, ‘বর্তমানে এত বড় মাছ জেলেদের জালে ধরা পড়তে দেখা যায় না। এটি ঢাকার আড়তে অনেক বেশি টাকায় বিক্রি করতে পারব বলে আশা করছি।’
জেলা মৎস্য কর্মকর্তা আজাহারুল ইসলাম জানান, গত কয়েক দিন ধরে ভোলায় বৃষ্টিপাত বেড়েছে। বৃষ্টিপাত বাড়ায় সাগর থেকে বড় ইলিশ নদীতে আসতে শুরু করেছে।
এইচএ/রাতদিন