এরশাদের কবর জিয়ারত করতে গিয়ে আবেগাপ্লুত রওশন, কাঁদলেন রাঙ্গা

জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের চেহলাম (চল্লিশা) অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার, ৩১ আগস্ট। এ উপলক্ষে রংপুরের পল্লীনিবাসে কবর জিয়ারত করার সময় অঝোরে কেঁদেছেন তাঁর স্ত্রী ও সংসদের বিরোধীদলীয় উপ-নেতা বেগম রওশন এরশাদ। এসময় তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।

আজ দুপুর আড়াইটার দিকে এরশাদের কবর জিয়ারতের সময় এমন দৃশ্য দেখে সেখানে উপস্থিত অনেকেই চোখের পানি ফেলেছেন।

এ সময় কান্নাজড়িত কণ্ঠে রওশন এরশাদ বলেন, ‘ও মাটিতে শুয়ে আছে কেন, ওকে ওঠাও। ওকে মাটি থেকে উঠাও, মাটি থেকে তোল। আমি ওর পাশে শুয়ে থাকতে চাই। ও যদি না আসে তাহলে আমাকেও ওর পাশে শুইয়ে রাখ।’

এক সময় তিনি ডুঁকরে কেঁদে ওঠেন। সেসময় পাশে থাকা জাপা মহাসচিব মসিউর রহমান রাঙ্গা রওশন এরশাদকে সান্ত্বনা দিতে গিয়ে নিজেও কাঁদতে কাঁদতে থাকেন।

এর আগে হেলিকপ্টারে রংপুর পৌঁছেন রওশন এরশাদ। স্বামীর কবর জিয়ারত শেষে তিনি পল্লীনিবাসে যান।

সেখানে বাদ জোহর দোয়া মাহফিলের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য রংপুর মহানগর সভাপতি ও সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, প্রেসিডিয়াম সদস্য ও রংপুর জেলা সভাপতি এসএম ফখর উজ-জামান জাহাঙ্গীর, সংসদ সদস্য সেলিম ওসমান ও লিয়াকত হোসেন খোকা প্রমুখ।

পরে এরশাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাতে অংশ নেন উপস্থিত নেতাকর্মীরা।

এইচএ/রাতদিন