এরশাদের ‘রক্তচাপ ও অক্সিজেন গ্রহণ স্বাভাবিক, ফুসফুসের সংক্রমণ কমেছে’

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা সার্বিকভাবে অপরিবর্তিত আছে। তাঁর রক্তচাপ ও অক্সিজেন গ্রহণ স্বাভাবিক রয়েছে। চিকিৎসকদের বরাত দিয়ে বুধবার, ১০ জুলাই রাজধানীতে সংবাদ সম্মেলনে এসব কথা জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের এমপি।

সিএমএইচ এর চিকিৎসদের বরাত দিয়ে জিএম কাদের বলেন, এরশাদের শারীরিক অবস্থার কোনো কোনো ক্ষেত্রে উন্নতি হয়েছে। আবার কোনো কোনো ক্ষেত্রে অবনতি হয়েছে। এভাবে ৭ থেকে ৮ দিন অবস্থা অপরিবর্তিত থাকলে ধীরে ধীরে উন্নতির আশা করছেন চিকিৎসকরা। একাধিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে এসব তথ্য।

জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, পল্লীবন্ধুকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। আজ বেলা সাড়ে ১১টার দিকে ডাকা হলে তিনি চোখ মেলতে চেষ্টা করেছেন।

কাদের বলেন, রক্তচাপ ও অক্সিজেন গ্রহণ স্বাভাবিক আছে, ফুসফুসের সংক্রমণ কমেছে। কিন্তু কিডনি পুরোপুরি কাজ না করায় ডায়ালাইসিস দেয়া হচ্ছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে জিএম কাদের বলেন, সম্মিলিত সামরিক হাসপাতালের চিকিৎসকরা বোর্ড গঠন করে এবং বিদেশি বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে পল্লীবন্ধুর চিকিৎসা দিচ্ছেন।

সিএমএইচের চিকিৎসায় সন্তোষ প্রকাশ করে জিএম কাদের বলেন, সিএমএইচে এরশাদের বিশ্বমানের চিকিৎসা চলছে।

এইচএ/রাতদিন