কবিরাজের পড়া পানি খেয়ে ২ জনের মৃত্যু

সাভারের কাউন্দিয়ায় কবিরাজের পানি পড়া খেয়ে দু’জনের মৃত্যু হয়েছে। নিহত জাকির হোসেন (৫০) ও রাশেদুল ইসলাম মোল্লা (৩৫) রাজধানীর মিরপুরের বাসিন্দা। রবিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তারা । চিকিৎসাধীন আরো দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এ ঘটনায় অভিযুক্ত ওহাব কবিরাজকে আটক করেছে পুলিশ।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) প্রাণ কৃষ্ণ জানান, গত শনিবার রাতে রাজধানীর মিরপুর থেকে সাভারের কাউন্দিয়া আলী নগর এলাকার ওহাব কবিরাজের বাড়িতে চিকিৎসার জন্য যান জাকির ও রাশেদুল নামে দুই ব্যক্তি। এ সময় তারাসহ আরো দুইজন কবিরাজের দেয়া পানি পড়া খেয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে গুরুতর অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার একদিন পর রবিবার চিকিৎসাধীন অবস্থায় জাকির ও রাশেদুলের মৃত্যু হয়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এফএম সায়েদ জানান, এ ঘটনায় অভিযুক্ত ওহাব কবিরাজকে আটক করা হয়েছে। এছাড়া থানায় একটি হত্যা মামলা দায়েরের পর আটক ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। সুত্র: বাংলা রিপোর্ট।

জেএম/রাতদিন