করোনায় প্রাণ গেল আরও ৫০ জনের, আক্রান্ত ২৬৬৮

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে ৫০ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত দেশে দুই হাজার ৬৬৮ জন মারা গেছেন।

আজ সোমবার, ২০ জুলাই দুপুরে করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ডা. নাসিমা বলেন, দেশে গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৩৬২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে দুই হাজার ৯২৮ জনের করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে।

এবি/রাতদিন