করোনা আতংকের সুযোগে অবৈধভাবে বালু উত্তোলন, আদিতমারীতে ভ্রাম্যমাণ আদালত

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় শেখ ফরিদ (২৮) নামে এক বালু ব্যবসায়ীকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তাকে এই দন্ড দেয়া হয়। করোনাআতংকে প্রশাসনের ব্যস্ততার সুযোগ নিয়ে বালু উত্তোলন করছিলেন তিনি।

বৃহস্পতিবার, ২৬ মার্চ দুপুরে উপজেলার সারপুকুর ইউনিয়নের কান্তেশ্বরপাড়া গ্রামে ভ্রাম্যমান আদালতে এ সাজা দেন আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোহাম্মদ মনসুর উদ্দিন।

সাজাপ্রাপ্ত বালু ব্যবসায়ী শেখ ফরিদ উপজেলার কান্তেশ্বরপাড়া লালব্রীজ এলাকার আব্দুল কাদেরের ছেলে।

পুলিশ জানায়, করোনা ভাইরাস সংক্রমন রোধে প্রশাসন ব্যস্ত থাকার সুযোগ নিয়ে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছিলেন ফরিদ। পরে স্থানীয়রা খবর দিলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই সাজা দেয়া হয়। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেশিনটি ধ্বংস করা হয়। আর মেশিন মালিক শেখ ফরিদকে আটক করে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাইফুল ইসলাম ভ্রাম্যমান আদালত পরিচালনার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বালু ব্যবসায়ী শেখ ফরিদকে বিকেলে লালমনিরহাট কারাগারে পাঠানো হয়েছে।

জেএম/রাতদিন