কলকাতায় ‘বাংলা উৎসব’

কলকাতায় শুক্রবার, ৪ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ‘বাংলা উৎসব’। বেঙ্গল ফাউন্ডেশন ও কলকাতা চেম্বার অব কমার্স যৌথভাবে এ উৎসবের আয়োজন করেছে।

বাংলা গানের বৈচিত্র-প্রাচুর্য তুলে ধরতেই মূলত এ আয়োজন।

বাংলা সংগীতে বিশেষ অবদানের জন্য উৎসবে সম্মাননা জানানো হবে বরেণ্য সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন ও ভারতের আরতি মুখোপাধ্যায়কে।

প্রতিবেশি দেশটির ওই শহরের নজরুল মঞ্চে তিন দিনের উৎসবে বাংলাদেশ থেকে অর্ধশতাধিক শিল্পী যোগ দিচ্ছেন।

এ সম্পর্কিত আরও খবর...

তাদের মধ্যে রয়েছেন রেজওয়ানা চৌধুরী বন্যা, বুলবুল ইসলাম, শ্যামা রহমান, চন্দনা মজুমদার, এন্ড্রু কিশোর, সামিনা চৌধুরী, ফাহমিদা নবী ও ব্যান্ডদল দলছুট ।

অপরদিকে শুভমিতা, নচিকেতা চক্রবর্তী, জয়তী চক্রবর্তীসহ ভারতের অনেক শিল্পি উৎসবে যোগ দেওয়ার কথা রয়েছে।

উৎসব চলবে ৬ জানুয়ারি পর্যন্ত।

আরইসলাম/০৪.০১.১৯

মতামত দিন