রংপুরের কাউনিয়া উপজেলার জাকির হোসেন নামের এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৩। এসময় তার কাছ থেকে ৭৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
বুধবার, ৩ জুন দুপুরে র্যাব-১৩ এর মিডিয়া অফিসার এএসপি খন্দকার গোলাম মোস্তফা স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাব-১৩, রংপুর ব্যাটালিয়ন সদর ক্যাম্পের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে রংপুরের কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়নের মহেশা গ্রামে অভিযান চালায়। এসময় আলু রাখার টিনশেড একটি ঘরে বিশেষ কায়দায় রাখা ৭৮ কেজি গাঁজাসহ জাকির হোসেন (৪২)কে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তার জাকির মহেশা গ্রামের মৃত আইজুল ইসলাম সরকারের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ মাদক কারবারের সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।
তার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। এ বিষয়ে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
জেএম/রাতদিন