কাকিনার ‘শহীদুর ভাই’ আর নেই

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা (মহিপুর মোড়) বাসিন্দা শহীদুর রহমান (৪৮) ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার, ১৮ জুলাই বিকালের দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।

শহীদুর রহমান পেশাগত জীবনে বারাজান এসসি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ছিলেন। নিজের বিদ্যালয়সহ পুরো কালীগঞ্জ উপজেলায় অনেকের কাছেই তিনি একজন জনপ্রিয় শিক্ষক হিসাবে পরিচিত ছিলেন। আর শিক্ষক, সাংবাদিকসহ সকলের কাছেই পরিচিত হয়ে ওঠেন ‘ শহীদুর ভাই’ হিসাবে।

তিনি কাকিনা কবি শেখ ফজলল করিম পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক ছিলেন।

বাংলাদেশ বেতারের তালিকাভূক্ত নাট্যকার ছিলেন শহীদুর রহমান। রংপুর বেতারে তাঁর লেখা কথিকা নিয়মিত প্রচারিত হতো। বেতারের একটি ম্যাগাজিন অনুষ্ঠানের গ্রন্থনাও করেছেন তিনি।

পাশাপাশি ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি বিষয়ক নানা বিষয়ে লেখালেখি করতেন। নিয়মিত কথা বলতেন বিবিসি বাংলার ‘ফোন ইন’ অনুষ্ঠানে। জড়িত ছিলেন সামাজিক-সাংস্কৃতিক নানা কর্মকান্ডে।

’৯০-এর দশকে সাংবাদিকতাতেও যুক্ত ছিলেন তিনি। সেসময়ে দৈনিক দিনকালের কালীগঞ্জ প্রতিনিধি হিসাবে সততার সাথে দায়িত্ব পালন করেছেন। পরে সাংবাদিকতা ছেড়ে শিক্ষকতায় যোগ দিয়েছিলেন।

ব্যক্তি জীবনে এক সন্তানের জনক সহিদুর রহমান। তার একমাত্র সন্তান উত্তর বাংলা কলেজে এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী।

জানাজা : প্রয়াত শহীদুর রহমানের প্রথম নামাজে জানাজা শুক্রবার, ১৯ জুলাই বারাজান এসসি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে সকাল আটটায়। সকাল সাড়ে নয়টায় কাকিনা মহিমা রঞ্জন স্মৃতি উচ্চ বিদ্যালয়ে দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হবে।

শোক : শহীদুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন রাতদিননিউজের সম্পাদক একেএম মঈনুল হক ও রাতদিন পরিবার।    

এইচএ/রাতদিন