কানের চিকিৎসায় এবার স্মার্টফোন

স্মার্টফোনের অ্যাপের মাধ্যমে শিশুদের কানে সংক্রমনের তথ্য জানা যাবে। বিশ্বে এই প্রথমবারের মতো এরকম একটি অ্যাপ তৈরি করেছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইউনিভার্সিটির একদল বিজ্ঞানী।

সম্প্রতি এই গবেষণাপত্রটি সায়েন্স ট্রান্সলেশনাল মেডিসিন নামের একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে।

অভিভাবকরা শিশুদের কানে নানা ধরনের সংক্রমণ নিয়ে দুশ্চিন্তায় থাকেন। শিশুরা অনেক সময়ই রোগাক্রান্ত হওয়ার বিষয়টি বুঝতে ও বোঝাতে পারে না। কোনো কোনো সময় লক্ষণও দেখা দেয় বেশ দেরিতে।

গবেষণায় বলা হয়েছে, নতুন ওই অ্যাপসের জন্য বিশেষজ্ঞরা কাগজ, স্মার্টফোনের স্পিকার ও মাইক্রোফোন ব্যবহার করেছেন। নরম করে বিশেষভাবে তৈরি কাগজের টুকরা মাইক্রোফোনের সঙ্গে জডানো হয়; যা কানে দেয়ার পর সেটি কানের ভেতরকার বিভিন্ন শব্দ ও অবস্থা মাইক্রোফোনের মাধ্যমে স্মার্টফোনের স্পিকারে পৌঁছায়। পরে অ্যাপটি এতে ফ্লুইডের পরিমাণ নির্ধারণ করে।

এই ফ্লুইডই কানে বিভিন্ন ধরনের সংক্রমণের জন্য দায়ী। ফ্লুইডের হার জানার পরই নিশ্চিত হওয়া যাবে কোন ধরনের রোগের সংক্রমণে ভুগছে শিশু।

বিজ্ঞানীরা জানান, তাদের আবিষ্কৃত অ্যাপটি ইতিমধ্যে ৮৫ শতাংশ নির্ভুল উত্তর জানাতে সক্ষম হয়েছে। তারা এটির উন্নয়নে আরও কাজ করছেন।

এনএইচ/রাতদিন