কালীগঞ্জে র‌্যাবের অভিযানে ১৪০০ ইয়াবাসহ ধরা ৩

লালমনিরহাটের কালীগঞ্জে র‌্যাবের অভিযানে এক হাজার ৪০০ পিচ ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়। র‌্যাবের দাবি, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার সাথে জড়িত।

গতকাল সোমবার, ১৯ আগষ্ট সন্ধ্যায় গ্রেপ্তারের পর আজ মঙ্গলবার তাদের কালীগঞ্জ থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পরে পুলিশ গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠায়।

রংপুর র‌্যাব-১৩ এর সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) খন্দকার গোলাম মোর্তুজা আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন, কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের মৃত ধর্ম নারায়ণের ছেলে ত্রিদীব রায় দোলন (৩৩) ও একই উপজেলার হররাম গ্রামের নূর মোহাম্মদের ছেলে আসাদুল হক বাদল (২২) এবং আদিতমারী উপজেলার চরিতাবাড়ি গ্রামের তোতা মিয়ার ছেলে মো. সুজন মিয়া (২১)।

র‌্যাব জানায়, পৃথক অভিযানে দোলনের কাছ থেকে এক হাজার ৩০০ পিচ এবং অপর দুজনের কাছ থেকে ১০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

কালীগঞ্জ থানার ওসি আরজু মো. সাজ্জাদ হোসেন জানান, এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে আজ দুপুরে থানায় মামলা করেছে।

এইচএ/রাতদিন