কাল থেকে রোজা শুরু

বাংলাদেশের আকাশে ১৪৪১ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে কাল শনিবার রোজা শুরু হবে বলে জানিয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটি।

আগামী ২০ মে বুধবার দিবাগত রাতে পবিত্র লাইলাতুল কদর পালিত হবে।

জামালপুর জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. আবদুর রাজ্জাক চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেছেন।

রমজানের চাঁদ দেখা যাওয়ায় আজ এশার নামাজের পর আদায় করতে হবে তারাবির নামাজ। রোজা রাখতে ভোররাতে খেতে হবে সেহরি।

প্রসঙ্গত করোনা পরিস্থিতি মোকাবেলায় পবিত্র রমজানে তারাবিহর নামাজ মসজিদের পরিবর্তে ঘরে পড়ার জন্য মুসল্লিদের আহ্বান জানিয়েছে সরকার।

এনএ/রাতদিন