বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, ‘সাদেক হোসেন খোকা সুস্থ অবস্থায় দেশে আসতে চেয়েছিলেন। কিন্তু এ সরকার তাকে আসতে দেয় নি। তার কাগজ পত্র সব কিছু আটকে ফেরত দিয়েছে।
বৃহস্পতিবার, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, সাদেক হোসেন খোকা বীর মুক্তিযোদ্ধা ও মেয়র নির্বাচিত হয়ে দেশের মানুষের জন্য অনেক কাজ করে গেছেন। তবুও এই সরকার তাকে মূল্যায়ন করেন নি। শুধু তাই নয়, তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে। চিকিৎসার জন্য তিনি বিদেশে ছিলেন। খোকার মরদেহ দেশে এসেছে আমরা তার আত্মার মাগফেরাত কামনা করছি।’
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘এই দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সিপাহী-জনতা বিপ্লবের মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণ করে। আমরা বরাবরই এই দিনটিকে শ্রদ্ধার সাথে স্মরণ করি।’
তিনি বলেন, ‘গণতন্ত্রের সংগ্রাম করতে গিয়ে সম্পূর্ণ বেআইনিভাবে ও অনৈতিকভাবে খালেদা জিয়াকে কারাগারে আটক করে রেখেছে। আজকের এই দিনে আমরা তাকে মুক্ত করার শপথ নিয়েছে। শপথ নিয়েছি স্বাধীনতা-সার্বভৌমত্বকে সমুন্নত করে গণতন্ত্রকে মুক্ত করবো।’
এনএ/রাতদিন