রংপুরের গঙ্গাচড়ায় সেনাবাহিনীর উদ্যোগে গর্ভবতী মা ও নবজাতক শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এ কর্মসূচী নেয়া হয়।
আজ মঙ্গলবার, ২৩ জুন গঙ্গাচড়া সরকারি ডিগ্রী কলেজ মাঠে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর রংপুর সেনানিবাস, ৬৬ পদাতিক ডিভিশন, ৭২ পদাতিক ব্রিগেডের সার্বিক ব্যবস্থাপনায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২শ’ জন গর্ভবতী মা এবং ১১০ জন নবজাতক শিশুকে চিকিৎসা সেবা ও ঔষধপত্র প্রদান করেন।
কর্মসূচীর সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন লেফটেনেন্ট কর্ণেল মোহাম্মদ তারিকুল আলম।
এ সময় কার্যক্রম পরিদর্শন করেন ৭২ পদাতিক ব্রিগেডের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল অং চ ছা মং এফডব্লিউসি, পিএসসি ।
জেএম/রাতদিন