গাইবান্ধায় প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বিকেলে তুলশীঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়। নিজেদেরকে জিনের বাদশা পরিচয় দিয়ে প্রতারণা করতো তারা। অর্থ-স্বর্ণালঙ্কার হাতিয়ে নেয়ার অভিযোগে তাদেরকে আটক করা হয়।
গ্রেপ্তার এই দুজনের নাম নয়া মিয়া ও সঞ্জয় দাস। তাদের দুইজনের বাড়ি খোলাহাটি ও কলেজ পাড়ায়।
গাইবান্ধা সদর থানার ওসি খান মোহাম্মদ শাহরিয়ার জানান, ওই দুই ব্যক্তি জিনের বাদশাহ সেজে গাইবান্ধার নয়ানী সাদেকপুর গ্রামের গৃহবধূ হেনা বেগমের কাছ থেকে অনেক স্বর্ণ পাইয়ে দেয়ার আশ্বাস দিয়ে এক ভরি ওজনের স্বর্ণ নেয়। পরবর্তীতে প্রতারণা মনে হলে প্রতারকদের কাছে স্বর্ণ ফেরৎ চাইলে তারা নানা টালবাহনা শুরু করে।
বিষয়টি এলাকায় জানাজানি হলে প্রতারক চক্রের চার সদস্যকে গণধোলাই দেয়। ওই সময় প্রতারক চক্রের চার সদস্যর মধ্যে দুইজন পালিয়ে যান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করে গাইবান্ধা সদর থানায় নিয়ে আসে।
এ বিষয়ে ভুক্তভোগী মোছা. হেনা বেগম বাদী হয়ে প্রতারকদের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।
পুলিশ জানায় আটক প্রতারক চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। পলাতক দুই প্রতারককে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।
জেএম/রাতদিন