গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় পুকুরে ডুবে জিয়াদ মিয়া (৬) ও মিম আক্তার (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন। অপরদিকে শাওন মিয়া (১৫) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল শনিবার,১৮ জানুয়ারি সন্ধ্যায় উপজেলার ফরিদপুর ইউনিয়নের আলদাদপুর গ্রামের একটি পুকুর থেকে ভাই-বোনের মরদেহ উদ্ধার করা হয়।
এদিকে আজ রোববার,১৯ জানুয়ারি সকালে ইদিলপুর গ্রাম থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়।
জিয়াদ মিয়া আলদাদপুর গ্রামের শিপনের ছেলে ও মিম নুরুন্নবীর মিয়ার মেয়ে। জিয়াদ ও মিম চাচাতো ভাই-বোন। শাওন মিয়া ইদিলপুর গ্রামের সেকেন্দার আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, শনিবার বিকেলে বাড়ির পাশে খেলছিল মিম ও জিয়াদ। হঠাৎ পুকুরের পানিতে পড়ে ডুবে যায় তারা। পরে পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজি শুরু করে। সন্ধ্যায় পুকুর থেকে তাদের মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
পাশাপাশি রোববার সকালে ইদিলপুর গ্রাম থেকে সেকেন্দার আলীর ছেলে শাওন মিয়ার মরদেহ উদ্ধার করা হয়। শনিবার রাতে কীটনাশক পান করে শাওন আত্মহত্যা করেছে বলে জানায় স্বজনরা।
সাদুল্যাপুর থানার ওসি মো. মাসুদ রানা ঘটনা দুটি সত্যতা নিশ্চিত করেছেন।
এবি/রাতদিন