গ্যাসলাইট নিয়ে শিশুরা খেলতে গিয়ে কুড়িগ্রামের চিলমারী উপজেলায় খড়ের ঘরে আগুন লেগে যায়। এতে দগ্ধ হয়ে ইয়ামনি নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার, ৩ আগষ্ট দুপুর ১২টার দিকে উপজেলার অষ্টমীর চর ইউনিয়নের পূর্ব নটারকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। পূর্ব নটারকান্দি গ্রামের আমিনুল ইসলামের মেয়ে ইয়ামনি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে বাড়িতে শিশুরা গ্যাসলাইট নিয়ে খেলা করছিল। এসময় আকস্মিকভাবে গ্যাসলাইটের আগুন খড়ের ঘরে লাগলে চারদিকে ছড়িয়ে পড়ে। এতে আগুনে দগ্ধ হয়ে ঘরে থাকা দুই মাস বয়সি শিশু ইয়ামনির মৃত্যু হয়। আগুনে ঘরের আসবাবপত্র, কাপড়-চোপড়, ধান-চালসহ আড়াই লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে।
অষ্টমীর চর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু তালেব ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাটি খুবই হৃদয় বিদারক।’
এনএইচ/ রাতদিন