চলমান শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে রংপুর বিভাগে

রংপুর, পঞ্চগড়, নীলফামারী, কুড়িগ্রাম, রাজশাহীসহ দেশের কয়েকটি এলাকার উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তা অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।

বুধবার, ৩০ জানুয়ারি সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। একই সাথে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য .হ্রাস এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে বলেও পূর্বাভাসে বলা হয়।

এইচএ/৩০.০১.১৯