চাঁদে অবতরণের মূহুর্তে ইসরায়েলি মহাকাশযান বিধ্বস্ত

চাঁদে অবতরণ করতে গিয়ে বিধ্বস্ত হয়েছে ইসরায়েলের মনুষ্যবিহীন মহাকাশযান। বেরেশিট নামের ইসরায়েলি প্রথম এই মহাকাশযানটি চন্দ্রপৃষ্ঠে সফট ল্যান্ডিংয়ের সময় বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

ব্যক্তিগত অর্থায়নে পরিচালিত ইসরায়েলের অলাভজনক সংস্থা স্পেসইল ও ইসরায়েল সরকারের অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ যৌথভাবে চাঁদের ছবি তোলা এবং সেখানে কিছু পরীক্ষা-নিরীক্ষা চালানোর লক্ষ্যে এ মহাকাশযানটি পাঠিয়েছিল। 

৭ সপ্তাহ যাত্রা শেষে চন্দ্রপৃষ্ঠে অবতরণের সময় মহাকাশযানটির ইঞ্জিনে কারিগরি সমস্যা দেখা দিয়েছিল । ফলে যানটি বিধ্বস্ত হয় বলে ধারণা করা হচ্ছে।

তেল আবিবের কাছে নিয়ন্ত্রণ কক্ষ থেকে বেরেশিটের চাঁদে অবতরণ দেখছিলেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বেরেশিটের ব্যর্থতার পর তিনি ফের চাঁদে মহাকাশযান পাঠানোর ইঙ্গিত দিয়েছেন।

ইসরাইল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রির জেনারেল ম্যানেজার অফার ডরন বলেন, মহাকাশযানটিতে আমাদের একটি ব্যর্থতা ছিল। এ কারণেই আমরা দুর্ভাগ্যবশত চাঁদে সফলভাবে অবতরণ করতে পারিনি।

এর আগে চাঁদে মহাকাশযান পাঠিয়েছিল রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীন। চতুর্থ দেশ হিসেবে নিজেদের নাম লেখাতে চেয়েছিল ইসরায়েল।

এনএইচ/রাতদিন